(ক) মিউটেশনের অবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হয় :
* ক্রয় ক্ষেত্রে : ক্রয় ও প্রযোজনীয় বায়া ল কপি ।
* মৃত্যুর ক্ষেত্রে : ওয়ারিশ সনদপত্র ।
* হেবা ও দানের ক্ষেত্রে : হেবা দলিলের কপি ।
* সকল রেকর্ড / পর্চা/ খতিয়ানের সার্টিফাইড কপি ।
(খ) মিউটিশন বাবদ খরচ :
* আবেদনের কোর্ট ফি: ৫/-(পাঁচ ) টাকা ।
* নোটিশ জারি ফি : ২/_ (দুই) টাকা ।
* রেকর্ড সংশোধন ফি: ১৪৩/- (এক শত তেতাল্লিশ) টাকা ।
মোট=২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা |
(গ) কত দিনে মিউটেশনের প্রক্রিয়া সম্পন্ন হয় :
মালিকানা বিষয়ে কোন বিতর্কনা থাকলে আবেদন প্রাপ্তির তারিখ থেকে সর্বোচ্চ ৪৫(পঁয়তাল্লিশ) দিনের মধ্যে কার্যক্রম করা হয়। ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS